৪০০ কোটি পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত
যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে ৪০০ কোটি পাউন্ড পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগে তদন্ত চলছে। আর্থিক খাতে দুর্নীতিরোধের দায়িত্বপ্রাপ্ত সিটি মিনিস্টার টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার জন্মভূমি বাংলাদেশের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের চুক্তিতে অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত।
বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) টিউলিপ, তার মা শেখ রেহানা এবং খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। অভিযোগে বলা হয়, তারা বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ১০ বিলিয়ন ডলারের চুক্তিতে আর্থিক অনিয়ম করেছেন।
২০১৩ সালে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমের সঙ্গে এ চুক্তি হয়। হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে ক্রেমলিনে স্বাক্ষরিত চুক্তিতে টিউলিপও উপস্থিত ছিলেন। সে সময় টিউলিপ লেবার কাউন্সিলর ছিলেন।
দুদক জানিয়েছে, সিদ্দিক পরিবারের অন্যান্য সদস্য, যেমন টিউলিপের খালাতো ভাই সজীব ওয়াজেদ জয়, যিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন, এবং তার চাচা তারিক সিদ্দিক, যিনি বাংলাদেশে লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে, তাদের বিরুদ্ধেও তদন্ত চলছে।
এ বিষয়ে বাংলাদেশ হাইকোর্টের আদেশের পরেই দুদক তদন্ত শুরু করে। আদালতের নথিতে টিউলিপের পরিবার-সংশ্লিষ্টদের নাম উল্লেখ রয়েছে। দুদকের একজন কর্মকর্তা জানিয়েছেন, সংস্থাটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
অন্যদিকে, টিউলিপ সিদ্দিক এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং এটিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।