শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| সকাল ৬:০৪

গুগল জেমিনি চ্যাটবটে রিয়েল-টাইম ভিডিও বিশ্লেষণ সুবিধা

প্রতিবেদক
staffreporter
মার্চ ২৭, ২০২৫ ১১:২২ পূর্বাহ্ণ
গুগল জেমিনি চ্যাটবটে রিয়েল-টাইম ভিডিও বিশ্লেষণ সুবিধা

গুগল জেমিনি চ্যাটবটে রিয়েল-টাইম ভিডিও বিশ্লেষণ সুবিধা

গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন জেমিনি চ্যাটবটে রিয়েল-টাইম ভিডিও বিশ্লেষণ সুবিধা চালু করছে। শুরুতে নির্দিষ্টসংখ্যক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এই সুবিধা পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জেমিনি লাইভে ‘শেয়ার স্ক্রিন উইথ লাইভ’ নামে একটি নতুন অপশন যুক্ত করা হয়েছে। এটি ‘আস্ক অ্যাবাউট স্ক্রিন’ অপশনের ওপরে থাকবে। এই সুবিধার মাধ্যমে রিয়েল-টাইম ক্যামেরা ফিড পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক তথ্য ও পরামর্শ পাওয়া যাবে। গুগল এক প্রচারণামূলক ভিডিওতে এই প্রযুক্তির কার্যকারিতা তুলে ধরেছে।

জেমিনি চ্যাটবটের নতুন ইন্টারফেসে ফোনকলের মতো নোটিফিকেশন সিস্টেম ও কমপ্যাক্ট ফুল স্ক্রিন ভিউ যুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে পিক্সেল এবং স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৫ সিরিজের স্মার্টফোন ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।

এছাড়া সম্প্রতি গুগল জেমিনি চ্যাটবটে ‘ক্যানভাস’ ও ‘অডিও ওভারভিউ’ নামে দুটি নতুন ফিচার যুক্ত করেছে, যা গবেষণা, কনটেন্ট ও সফটওয়্যার তৈরিতে সহায়ক হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, রিয়েল-টাইম ভিডিও বিশ্লেষণ সুবিধা চালুর ফলে জেমিনি চ্যাটবটের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি