বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫| সকাল ১০:৩৩

‘উগ্র হিন্দুত্ববাদীদের হামলায় তছনছ ভারতের বাংলাদেশ হাইকমিশনঃ উত্তাল বাংলাদেশ’

প্রতিবেদক
Shaker Morshed, Deputy Editor
ডিসেম্বর ৩, ২০২৪ ৯:৩৭ পূর্বাহ্ণ
উগ্র হিন্দুত্ববাদীদের হামলায় তছনছ ভারতের বাংলাদেশ হাইকমিশনঃ উত্তাল বাংলাদেশ

সম্প্রতি ভারতীয় আগ্রাসনের  বিরুদ্ধে বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে। আগরতলার কুঞ্জবনে বাংলাদেশের হাইকমিশনে হামলা করা হয়েছে এবং জাতীয় পতাকা ছিঁড়ে আগুন ধরানো হয়েছে। এছাড়াও তারা ধারাবাহিক উসকানিমূলক বক্তব্য এবং ভারতীয় মিডিয়ায় অব্যাহত অপপ্রচার চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া গত রোববার সিলেটের বিয়ানীবাজার সুতারকান্দি স্থলবন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকায় বাংলাদেশ অভিমুখে মার্চ করে হিন্দু ঐক্যমঞ্চের কয়েকশ নেতাকর্মী। একপর্যায়ে তারা বাংলাদেশে প্রবেশেরও চেষ্টা চালায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও করিমগঞ্জ পুলিশের সদস্যরা কাঁটাতারের ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়।

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারকৃত হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার (২ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর এবং জাতীয় পতাকা পুড়িয়ে দেয় হিন্দু সংগ্রাম সমিতির কর্মীরা।

এই হামলার প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে। রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। রংপুরে ছাত্র আন্দোলন ভারতীয় পণ্য ও মিডিয়া বর্জনের ডাক দিয়েছে। তারা দাবি করেছে, ভারতীয় উস্কানির বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং হাইকমিশনে হামলার জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে। এ বিষয়ে দ্রুত বাংলাদেশের সরকারকেও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে জোর দাবী করেছেন।

উত্তাল বাংলাদেশ

একইসাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবন থেকে শুরু করে প্রধান সড়কগুলোতে মিছিল করেছেন। খুলনা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা রাত ১১টায় মিছিল ও সমাবেশ করেন।

এদিকে, বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে পশ্চিমবঙ্গ বিধানসভায় বক্তব্য দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জাতিসংঘের নিয়ম অনুযায়ী বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর সুপারিশ করেন।

এই ঘটনা কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতা। হামলা প্রসঙ্গে তাৎক্ষনিক জামায়াত আমির ডা. শফিকুর রহমান এক ফেসবুক পোস্টে বলেন, “বাংলাদেশের মানুষ দাদাগিরি একদম পছন্দ করে না। ভারত তাদের দেশে কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ, তাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কথা বলার কোনো অধিকার নেই।”

বাংলাদেশী কূটনীতিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে, চরমোনাই পীর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং ভারতকে এ জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। বিভিন্ন স্থানে ভারতীয় পণ্য ও মিডিয়া বর্জনের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীকাল রাজধানীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।

তারা জানিয়েছেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ওঠা এই প্রতিবাদগুলো দেখিয়ে দিচ্ছে দেশের মানুষ নিজেদের সার্বভৌমত্বের প্রশ্নে অটল এবং ঐক্যবদ্ধ।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে হাজির করা হয় এবং জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। এ আদেশের পরপরই তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন এবং প্রিজনভ্যান আটকে রাখেন। পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে তার অনুসারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে হত্যা করা হয়। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের হাতে মুসলিম আইনজীবী হত্যার পরেও বাংলাদেশের মুসলিম সম্প্রদায় সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে চলেছে।

অন্যদিকে ভারতের নেতাদের উসকানিমূলক বক্তব্য ও সীমাহীন অপপ্রচারের পাশাপাশি আগরতলার বাংলাদেশ হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা ছিঁড়ে আগুন দেয়ার ঘটনা কাঁটা ঘায়ে লবণ ছিটিয়ে দেয়ার মতো।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাল হিজবুল্লাহ

সচিবালয়ে আগুন সুপরিকল্পিত, বলছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন

সচিবালয়ে আগুন সুপরিকল্পিত, বলছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন

ইতিহাসের এই দিনে (১৬ এপ্রিল, ২০২৫)

ইতিহাসের এই দিনে (৯ জানুয়ারি, ২০২৫)

টিউলিপকে লন্ডনে ১০ কোটির ফ্ল্যাট দেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী

টিউলিপকে লন্ডনে ১০ কোটির ফ্ল্যাট দেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী

বসুন্ধরা গ্রুপে সিনিয়র অপারেটর পদে নিয়োগ, আবেদন করা যাবে এসএসসি পাসেও

সুযোগ পেলেই বিএনপিকে ছুরিকাঘাতের চেষ্টা করেছে জামায়াত: রিজভী

সুযোগ পেলেই বিএনপিকে ছুরিকাঘাতের চেষ্টা করেছে জামায়াত: রিজভী

মুসলিমপ্রধান দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা পুনর্বহালের ইঙ্গিত ট্রাম্পের

মুসলিমপ্রধান দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা পুনর্বহালের ইঙ্গিত ট্রাম্পের

আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

ইসরায়েলি আগ্রাসনে গাজায় জনসংখ্যা কমেছে ৬ শতাংশ

ইসরায়েলি আগ্রাসনে গাজায় জনসংখ্যা কমেছে ৬ শতাংশ

নিপাহ ভাইরাসের বিস্তার ও ঝুঁকি: ২০২৪ সালের পরিস্থিতি