বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫| সকাল ১০:২৯

সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ৩০, ২০২৪ ৬:০০ অপরাহ্ণ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার

টেলিভিশন উপস্থাপক ও বিশিষ্ট সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাওরানবাজার এলাকায় স্থানীয় জনতা তাকে আটক করে। পরে তেজগাঁও থানা পুলিশের একটি দল এসে তাকে উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান।

বর্তমানে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন বলে জানা গেছে। রাত সাড়ে ১০টার দিকে তাকে থানা থেকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, কারওয়ান বাজার এলাকায় শনিবার সন্ধ্যার পর স্থানীয়রা তাকে দেখে ঘিরে ধরে। পরে পুলিশ এসে মুন্নী সাহাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তেজগাঁও থানার ওসি মো: মোবারক হোসেন জানান, মুন্নী সাহার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার নিহতের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত ৬ অক্টোবর বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে চিঠি পাঠায়। এতে তার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, এক্সচেঞ্জ, লকার ও অফশোর ব্যাংকিংয়ের তথ্য চাওয়া হয়।

গত জুলাই-আগস্টে রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহত হওয়ার ঘটনায় করা মামলার আসামিদের মধ্যে মুন্নী সাহার নাম রয়েছে। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি সাতজন সাংবাদিককে আসামি করা হয়।

উল্লেখ্য, মুন্নী সাহা সাংবাদিকতা শুরু করেন দৈনিক ভোরের কাগজ দিয়ে। এরপর তিনি একুশে টেলিভিশন ও এটিএন বাংলায় কাজ করেন। এটিএন নিউজের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই তিনি যুক্ত ছিলেন। মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে ২০২৩ সালের ৩১ মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন।

Shaker Morshed, Deputy Editor

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত