শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি মোছার চেষ্টা অনিচ্ছাকৃত ভুল : ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে ‘অনিচ্ছাকৃত ভুল’ হিসেবে অভিহিত করে গভীর দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ রোববার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের পেছনে মেট্রো রেলের দুটি পিলারে থাকা শেখ মুজিব এবং শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি মুছে ফেলার প্রচেষ্টা করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, “এই গ্রাফিতিগুলো বিপ্লব, প্রতিরোধ এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতীক। তাই এগুলো মুছে ফেলার চেষ্টা একটি অনিচ্ছাকৃত ভুল ছিল, যা অত্যন্ত দুঃখজনক।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, “এই স্মৃতিগুলোকে সংরক্ষণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। প্রক্টরিয়াল টিমের এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতেই শিক্ষার্থীরা রাতের মধ্যেই মুছে ফেলা গ্রাফিতি পুনরায় আঁকেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্তম্ভকে আনুষ্ঠানিকভাবে ‘ঘৃণাস্তম্ভ’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার ঘৃণার এই প্রতীক যুগ যুগ ধরে সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপ শিক্ষার্থীদের মধ্যেও আশার সঞ্চার করেছে। প্রশাসনের এই অঙ্গীকার ঢাবি ক্যাম্পাসে গণতান্ত্রিক চেতনা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন বলে মনে করছেন শিক্ষার্থীরা।