ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫,০৯৭ জনে।
বুধবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলমান হামলায় আরও ১,০৭,২৪৪ জন আহত হয়েছেন। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনী তিনটি পরিবারের ওপর গণহত্যা চালিয়েছে।
গাজার ধ্বংসস্তূপে এখনও বহু মানুষ আটকে রয়েছেন। উদ্ধারকারীরা পরিস্থিতির অবনতির কারণে তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরাইল গাজায় ‘গণহত্যামূলক অভিযান’ চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের আহ্বান এবং যুদ্ধবিরতির প্রস্তাবেও এই অভিযান থামেনি।
গত মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
ইসরাইলের বিরুদ্ধে এই হামলাগুলোকে একটি পরিকল্পিত ধ্বংসযজ্ঞ হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। গাজার বিরুদ্ধে চলমান এ আক্রমণের পরিণতি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলায় রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।