ঐশ্বরিয়ার সঙ্গে প্রেম, ব্রেকআপ ও অনুশোচনার গল্পে মুখ খুললেন বিবেক ওবেরয়
বলিউডে এক সময় গুঞ্জনের শীর্ষে ছিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই ও অভিনেতা বিবেক ওবেরয়। সালমান খানের সঙ্গে বিচ্ছেদের পর ঐশ্বরিয়ার জীবনে আসে নতুন অধ্যায়—বিবেক ওবেরয়ের সঙ্গে প্রেম। তখনও অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্ক শুরু হয়নি। সেই সময় বলিউডের আলোচনার কেন্দ্রে ছিল এই নতুন জুটি।
প্রেমপর্ব বেশ রঙিন ছিল। একসঙ্গে একাধিক ছবিতে কাজ করে বক্স অফিসেও সফল হয়েছিলেন তারা। তবে সময়ের সঙ্গে পাল্টাতে থাকে দৃশ্যপট। ঐশ্বরিয়ার অভিনয়জীবন যখন একের পর এক সফল ছবির মাধ্যমে ঊর্ধ্বমুখী, ঠিক তখনই বিবেকের ক্যারিয়ার পড়তির দিকে। বিনোদনভিত্তিক বিভিন্ন ম্যাগাজিনের তথ্যমতে, ক্যারিয়ারে বারবার ব্যর্থতা এবং কাজের অভাবই নাকি ঐশ্বরিয়া-বিবেক সম্পর্কে ফাটলের কারণ হয়ে দাঁড়ায়।
গুঞ্জন ছিল, এমনকি বিবাহের কথাবার্তাও নাকি চূড়ান্ত হয়েছিল এই জুটির। তবে সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। বিবেকের ঘনিষ্ঠজনরা দাবি করেন, তার দুঃসময় মেনে নিতে পারেননি ঐশ্বরিয়া। তাই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তিনি।
এক সাক্ষাৎকারে এই সম্পর্ক নিয়ে অকপট হন বিবেক ওবেরয়। বলেন, “ব্রেকআপ আমাকে অনেক কিছু শিখিয়েছে। নিজেকে শেষ করে দিচ্ছিলাম। মদ্যপান করেছি, অর্থের অপচয় করেছি। পরে বুঝেছি, এসবের কোনো মানে নেই। যে যেতে চায়, সে যাবেই।” এই সাক্ষাৎকারেই কটাক্ষ করে তিনি আরও বলেন, “একটা জিনিস স্পষ্ট—প্লাস্টিক বিউটির ভেতরে থাকে প্লাস্টিকের মন।”
এই বক্তব্য আবারও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বলিউডে, পুরোনো স্মৃতি টেনে এনেছে ভক্তদের মনে।