বাংলাদেশি পণ্যের শুল্ক ইস্যুতে সমাধানের আশাবাদ প্রধান উপদেষ্টার
যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ইস্যু নিয়ে আলোচনা করে ইতিবাচক সমাধান আসবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংককে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশ সরকার বিষয়টি পর্যালোচনা করছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছে। তিনি বলেন, “আমরা এটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা উভয়পক্ষের জন্য উপযুক্ত সমাধানে পৌঁছাতে পারব।”
যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ৩৭ শতাংশ বাড়ানোর বিষয়ে শফিকুল আলম জানান, এখনো আলোচনা প্রক্রিয়া চলছে এবং বাংলাদেশ এমন একটি সমাধানের জন্য কাজ করছে, যাতে উভয় দেশের স্বার্থ সংরক্ষিত থাকে। তিনি আরও জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দ্রুততম সময়ের মধ্যে এ শুল্কবিষয়ক জটিলতা নিরসনে কাজ করছে।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৭ শতাংশ করা হবে। এই ঘোষণার পর বাংলাদেশের পক্ষ থেকে সমঝোতার আশ্বাস দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।