ইয়েমেনের দুটি বন্দরে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩
ইয়েমেনের রাজধানী সানা এবং হোদেইদাহ শহরের রেড সি বন্দরে গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ইসরায়েল বিমান হামলা চালিয়েছে, যার ফলে তিনজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম আল মাসিরাহ’র খবর অনুযায়ী, ইসরায়েল সানার আন্তর্জাতিক বিমানবন্দর ও সামরিক ঘাঁটি এবং হোদেইদাহের পাওয়ার প্ল্যান্টকে লক্ষ্য করে হামলা চালায়।
নিহতদের মধ্যে দুইজন সানার বিমানবন্দরে এবং একজন রেড সি বন্দরে প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ইয়েমেনের সাংবাদিক হুসেইন আল-বুখাইতি আল জাজিরাকে জানিয়েছেন, সানার বিমানবন্দরের হামলা একটি নিয়ন্ত্রণ টাওয়ারকে লক্ষ্য করে ছিল।
ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) হামলার বিষয়টি স্বীকার করেছে এবং জানিয়েছে, হুতি গোষ্ঠী ইরানের অক্ষের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আন্তর্জাতিক জাহাজ চলাচল এবং বিশ্বব্যাপী অস্থিতিশীলতার কারণ হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবারের হামলায় হোদেইদাহ, সালিফ, রাস কানাতিব বন্দরের সামরিক অবকাঠামো এবং হেজিয়াজ ও রাস কানাতিব পাওয়ার স্টেশন আঘাতপ্রাপ্ত হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, “আমরা হুতি অবকাঠামো ধ্বংস করার জন্য আমাদের সেনাদের নির্দেশ দিয়েছি। যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা পূর্ণ শক্তি নিয়ে আক্রমণ করব।”