সৌদিসহ বেশ কিছু দেশে নামাজ ও উৎসবের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন
পবিত্র রমজান মাস শেষে সৌদি আরবসহ বিশ্বের বেশ কিছু দেশে নামাজ, উৎসব, আর আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এই ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে এশিয়া, আফ্রিকা, এবং ইউরোপের বিভিন্ন দেশে। আজ রোববার, ৩০ মার্চ ২০২৫, সকাল থেকেই মুসলিম বিশ্বে শুরু হয়েছে এই উৎসবের আমেজ।
সৌদি আরবে ঈদের ঘোষণা এসেছে গত শনিবার রাতে। সেখানকার চাঁদ দেখা কমিটি জানায়, শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোববার সকালে মক্কার গ্র্যান্ড মসজিদে হাজার হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেন। মদিনার মসজিদে নববীতেও ছিল একই দৃশ্য—শান্তি ও ভ্রাতৃত্বের প্রার্থনায় মগ্ন মানুষের ভিড়। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক বার্তায় বলেন, “আমরা আল্লাহর কাছে বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করি। ঈদ মুবারক।” মক্কার রাস্তাগুলোতে সকাল থেকেই শিশুদের হাসি আর বড়দের উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
সৌদির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, এবং বাহরাইনেও ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। দুবাইয়ের বড় বড় মসজিদগুলোতে নামাজের পর মানুষ একে অপরকে জড়িয়ে ঈদের শুভেচ্ছা জানান। আবুধাবিতে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে হাজারো মানুষের সমাগম ঘটে। সেখানে স্থানীয় বাসিন্দা আহমেদ আলী বলেন, “রমজানের পর ঈদ আমাদের জন্য নতুন শক্তি নিয়ে আসে। পরিবারের সঙ্গে এই সময়টা কাটানোর আনন্দই আলাদা।”
এশিয়ার দেশগুলোতেও ঈদের উৎসব জমে উঠেছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে সকালে মসজিদ নেগারায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে শিশুরা নতুন জামা পরে রাস্তায় খেলছে, আর পরিবারগুলোতে চলছে মিষ্টি ও ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। ইন্দোনেশিয়ার জাকার্তায় ইস্তিকলাল মসজিদে লাখো মানুষ ঈদের নামাজে অংশ নেয়। স্থানীয় একজন বাসিন্দা সুহার্তো বলেন, “আমরা এক মাস রোজা রেখেছি। এখন ঈদে সবাইকে নিয়ে হাসি-খুশিতে সময় কাটাচ্ছি।”
আফ্রিকার দেশগুলোতেও ঈদের আনন্দ ছড়িয়েছে। মিশরের কায়রোতে আল-আজহার মসজিদে সকালে জমকালো নামাজের আয়োজন হয়। নাইজেরিয়ার লাগোসে মানুষ রাস্তায় নেমে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগ করে নেয়। এছাড়া, ইউরোপের মুসলিম সম্প্রদায়ও ঈদ পালন করেছে। লন্ডনের ইস্ট লন্ডন মসজিদে সকালে শত শত মানুষ নামাজে অংশ নেন। সেখানকার বাসিন্দা ফারহানা খান বলেন, “প্রবাসে থাকলেও ঈদ আমাদেরকে আমাদের শিকড়ের কাছে ফিরিয়ে নেয়।”
ঈদের এই উৎসবে পরিবারগুলোতে চলছে খাওয়া-দাওয়া আর আড্ডা। সৌদিতে বকরির মাংসের কাবাব, মালয়েশিয়ায় কেটুপাত, আর ইন্দোনেশিয়ায় রেন্দাং—প্রতিটি দেশে ঐতিহ্যবাহী খাবারের গন্ধ ছড়িয়ে পড়েছে। শিশুরা ঈদি পেয়ে খুশিতে মেতে উঠেছে। বাজারগুলোতে কেনাকাটার ভিড়, আর রাস্তায় রঙিন সাজে মানুষের উৎসবমুখর চলাফেরা—সব মিলিয়ে ঈদের আনন্দ চারদিকে।