বাসচালকের পরামর্শেই বোল্ড হলেন কোহলি!
রঞ্জি ট্রফির এক ম্যাচে সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলিকে বোল্ড করে আলোচনায় এসেছেন তরুণ পেসার হিমাংশু সাঙ্গোয়ান। তবে তাকে আউট করার পেছনে যে চমকপ্রদ গল্প আছে, সেটি শোনালেন নিজেই।
দীর্ঘদিন পর ফর্মে ফেরার তাগিদে দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে নেমেছিলেন কোহলি। কিন্তু খুব বেশি কিছু করতে পারেননি তিনি। মাত্র ১৫ বল খেলে ৬ রানেই প্যাভিলিয়নে ফেরেন। আর তাকে আউট করতে বিশেষ ভূমিকা রেখেছে রেলওয়ে দলের বাসচালকের পরামর্শ!
অস্ট্রেলিয়া সফরে কোহলি বারবার অফ-স্টাম্পের বাইরের বলে আউট হয়েছিলেন। এমনকি রেলওয়ে দলের বাসচালকও জানতেন কোহলির এই দুর্বলতার কথা। তাই হিমাংশুকে তিনি বলেছিলেন, “তুমি যদি চতুর্থ বা পঞ্চম স্টাম্প লাইনে বল করো, তবে কোহলি আউট হয়ে যাবে।”
দ্য হিন্দুস্তান টাইমসকে হিমাংশু বলেন, “আমার আত্মবিশ্বাস ছিল। আমি নিজের শক্তির ওপর মনোযোগ দিতে চেয়েছিলাম, প্রতিপক্ষের দুর্বলতার ওপর নয়। আমি নিজের পরিকল্পনা অনুযায়ী বল করেছি এবং শেষ পর্যন্ত উইকেট পেয়েছি।”
হিমাংশু আরও জানান, ম্যাচের আগে থেকেই দলের প্রত্যেক সদস্য বিশ্বাস করতেন তিনি কোহলিকে আউট করতে পারবেন। তবে কোহলির জন্য আলাদা কোনো পরিকল্পনা ছিল না, বরং দল আগ্রাসী ব্যাটিংয়ের বিপক্ষে প্রস্তুত ছিল।
এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর এখন ক্রিকেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে হিমাংশু সাঙ্গোয়ান। দেখার বিষয়, ভবিষ্যতে তিনি আরও কতটা দূর এগিয়ে যেতে পারেন!