রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৮:৫৭

বিশাল জয় পাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী

প্রতিবেদক
Staff Reporter
নভেম্বর ২৩, ২০২৪ ৪:৩৯ অপরাহ্ণ

ভারতের কেরালায় ওয়েনাড়ে বিধানসভা উপনির্বাচনে পাঁচ লাখ ভোটের ব্যবধান পেরিয়ে গেলেন কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী। বিপুল ভোটে জয় পেতে চলেছেন তিনি। শনিবার সকালে ভোট গণনা শুরু হয়েছে। ভোট গণনা এখনও চলছে।

মাস ছয়েক আগে এই কেন্দ্রে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী। তিনি উত্তরপ্রদেশের রায়বরেলীতেও জয়লাভ করেছিলেন। রায়বরেলী রেখে ওয়েনাড় বোন প্রিয়াঙ্কাকে ছেড়ে দেন তিনি। সেখানেই উপনির্বাচনে জয়ের দেখা পাচ্ছেন প্রিয়াঙ্কা।

ওয়েনাড়ে প্রিয়াঙ্কার লড়াই সাবেক বিধায়ক তথা সিপিআইয়ের রাজ্য সহ-সম্পাদক সত্যন মোকেরি এবং বিজেপির মহিলা মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক নব্যা হরিদাসের সঙ্গে। নব্যা কোঝিকোড় পৌরসভার ভোটে দু’বার জয়ী হয়েছেন। এপ্রিলে লোকসভা নির্বাচনে ওয়েনাড়ে রাহুলের বিরুদ্ধে সিপিআইয়ের প্রার্থী ছিলেন দলের জাতীয় স্তরের নেত্রী অ্যানি রাজা। তিনি সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী।

রাজনীতিতে প্রিয়াঙ্কার অভিষেক ঘটেছিল অনেক দিন আগেই। বহু নির্বাচনী প্রচারে তাকে দেখা গেছে। কিন্তু আগে কখনও নির্বাচনে লড়েননি। ২৩ অক্টোবর কেরালার ওয়েনাড লোকসভা আসনের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন প্রিয়াঙ্কা গান্ধী। এর মধ্য দিয়ে নির্বাচনী রাজনীতিতে নামেন প্রিয়াঙ্কা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ