কুমিল্লায় সরকারি চাল আত্মসাৎ, বিএনপি নেতার ৬ মাসের কারাদন্ড
দরিদ্র মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য সরকার যে খাদ্যবান্ধব কর্মসূচি চালু রেখেছে, সেই চালই আত্মসাতের অভিযোগে কুমিল্লার লাকসাম উপজেলার এক বিএনপি নেতাকেছয় মাসের কারাদণ্ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ এপ্রিল) রাতে লাকসামের গোবিন্দপুরে অভিযানে গিয়ে এ চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নারবিউল হোসেন রবু (৪৫)। তিনি গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য। তার বাড়ি গোবিন্দপুর পশ্চিমপাড়া এলাকায়। তার পিতার নাম মৃত সফি উল্লাহ।
গোপনে মজুত করা হয়েছিল সরকারি চাল
জানা গেছে, উপজমোহাম্মদপুর বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ছিলেন রবিউল হোসেন। দায়িত্বে থেকেই সরকারি চাল সাধারণ মানুষের মধ্যে বিতরণের কথা থাকলেও তিনি সেই চাল গোপনে আত্মসাতের উদ্দেশ্যে জমা রাখছিলেন নিজের এক আত্মীয়ের বাড়িতে।
বুধবার বিকে৩৫০ কেজি চাল তিনি নিয়ে যান পাশের বাড়ির এক চাচির ঘরে, ধানের বস্তায় ভরে চালগুলো লুকিয়ে রাখেন বলে জানা গেছে।
স্থানীয়দের তৎপরতায় ফাঁস হয় ঘটনা
স্থানীয়দের সন্দেহ হলে তারজাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তাকাউছার হামিদ, সঙ্গে ছিল পুলিশ ফোর্স। অভিযানে চালগুলো উদ্ধার করা হয় এবং রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রবিউল হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়
ইউএনওর বক্তব্য
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও কাউছার হামিদ বলে“জিজ্ঞাসাবাদে রবিউল হোসেন নিজেই স্বীকার করেছেন যে, চালগুলো বিতরণ না করে তিনি নিজের ঘরে আত্মসাতের উদ্দেশ্যে এনে রেখেছিলেন। সরকারি খাদ্য সহায়তা নিয়ে এমন অনিয়ম মেনে নেওয়া যায় না। আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি তার ডিলারশিপ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে।”