কাতারে দিগন্ত এক্সপ্রেসের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কাতারে আলোচিত বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটি কোম্পানির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার রাত ৯টায় দোহা নাজমা এয়ারপোর্ট রোডের স্টিগেনবার্গার হোটেলের বলরুমে জমকালো আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন দিগন্ত এক্সপ্রেসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন কোম্পানির মার্কেটিং ম্যানেজার ফজলুল হক মাহবুব।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন কাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ারুল হাসান, বাংলাদেশ দূতাবাসের সামরিক উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন এবং কাতার বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের সাবেক সভাপতি রশিদ আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে আলোচনা সভা, কেক কাটা, কোম্পানিতে কর্মরত প্রবাসী শ্রমিকদের সনদ প্রদান এবং ভিডিও চিত্রের মাধ্যমে প্রতিষ্ঠানের সাত বছরের সাফল্য তুলে ধরা হয়।
রাষ্ট্রদূত নজরুল ইসলাম বলেন, দিগন্ত এক্সপ্রেস কাতারে বাংলাদেশি মালিকানাধীন অন্যতম সফল প্রতিষ্ঠান, যা গত সাত বছরে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিকে কর্মসংস্থানের সুযোগ দিয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে এবং দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
সিইও মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, কাতারে ব্যবসা ও বিনিয়োগের অনেক সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা ও মেধা কাজে লাগিয়ে প্রবাসীদের কর্মসংস্থান এবং রেমিট্যান্স বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা সম্ভব। তিনি প্রবাসী বাংলাদেশিদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।