তারকাবহুল আইপিএল উদ্বোধনী অনুষ্ঠান মাতাবে শাহরুখ-সালমান
দর্শকদের উত্তেজনার পারদ চড়ানো আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান এবার আরও জমকালো হতে চলেছে। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের আগে অনুষ্ঠিত হবে এই বিশেষ অনুষ্ঠান, যেখানে তারকাদের উপস্থিতি ও পারফরম্যান্স নজর কাড়বে সবার।
সূত্র অনুযায়ী, শাহরুখ খানের পাশাপাশি সালমান খানও থাকবেন এই আয়োজনে। শাহরুখ তার দল কেকেআর-এর সমর্থনে আসছেন, আর সালমান হাজির থাকবেন তার আসন্ন ছবি ‘সিকান্দার’-এর প্রচারের জন্য। এছাড়া, প্রিয়াঙ্কা চোপড়া, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর এবং সঞ্জয় দত্তের মতো তারকারাও থাকবেন অনুষ্ঠানে।
বিপুলসংখ্যক বলিউড তারকা এই উদ্বোধনী আয়োজনে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ক্যাটরিনা কাইফ, অনন্যা পান্ডে, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, কারিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুষ্মান খুরানা ও সারা আলি খানও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।
সংগীতের দুনিয়া থেকেও থাকছে বিশাল আয়োজন। অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, দিশা পটানি, শ্রদ্ধা কাপুর ও বরুণ ধাওয়ান পারফর্ম করবেন। এছাড়া, জনপ্রিয় মার্কিন পপ ব্যান্ড ওয়ান রিপাবলিক করণ অউজলা ও দিশা পাটানির সঙ্গে মঞ্চ মাতাবে।
তারকাদের পাশাপাশি ক্রিকেট বিশ্বের কিংবদন্তিরাও থাকবেন এই জমকালো আয়োজনে। ফলে এবারের আইপিএল উদ্বোধনী অনুষ্ঠান হবে স্মরণীয়, যা ভক্তদের জন্য বাড়তি আকর্ষণ যোগ করবে।