বুধবার, ১৪ই মে, ২০২৫| ভোর ৫:৫৮

কাশ্মির ও পাঞ্জাবে পাকিস্তানের হামলার অভিযোগ ভারতের, ইসলামাবাদের প্রত্যাখ্যান

প্রতিবেদক
staffreporter
মে ৯, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ
কাশ্মির ও পাঞ্জাবে পাকিস্তানের হামলার অভিযোগ ভারতের, ইসলামাবাদের প্রত্যাখ্যান

কাশ্মির ও পাঞ্জাবে পাকিস্তানের হামলার অভিযোগ ভারতের, ইসলামাবাদের প্রত্যাখ্যান

কাশ্মির ও পাঞ্জাবের তিনটি সামরিক স্থাপনায় পাকিস্তান হামলা চালিয়েছে—এমন দাবি করেছে ভারত। দেশটির সেনাবাহিনীর ভাষ্য, ভারত-শাসিত কাশ্মিরের উধমপুর ও জম্মু এবং পাঞ্জাবের পাঠানকোটে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। তবে এই দাবি সরাসরি অস্বীকার করেছে ইসলামাবাদ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এসব হামলায় তাদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি এবং এগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, জম্মু, পাঠানকোট ও উধমপুরে পাকিস্তানের দিক থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা হয়, তবে প্রতিটি হামলাই “নিষ্ক্রিয়” করা গেছে।

অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ ভারতের এই অভিযোগ নাকচ করে বলেছেন, কাশ্মির অঞ্চলে কোনও হামলার দায় পাকিস্তান নেয় না। তার দাবি, ভারতের পক্ষ থেকে এসব ভিত্তিহীন প্রচার চালানো হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে আরও উঠে এসেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মু শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং এরপরই শহরজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। রাজৌরি ও কাঠুয়াতেও ব্ল্যাকআউটের ঘটনা ঘটে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের সময় শহরের ওপর দিয়ে অনেক বস্তু উড়ে যেতে দেখা যায়। জম্মুর বিমানবন্দরের কাছ থেকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একজন বাসিন্দা বলেন, তিনি নিজ চোখে ১৬টি বস্তু পড়তে দেখেছেন, যার সঙ্গে বিস্ফোরণের আওয়াজ মিলেছে।

ভারতীয় সংবাদসংস্থা এএনআই জানায়, হামলায় যে ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে সেগুলো ‘লয়েটারিং মিউনিশন’—যার অর্থ, এসব ড্রোন বিস্ফোরকসহ আত্মঘাতী আঘাত হানে। চণ্ডীগড়েও সাইরেন বাজানো হয়েছে এবং সতর্কতামূলক ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে।

এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। ভারতীয় পক্ষ একে আগ্রাসন হিসেবে তুলে ধরলেও পাকিস্তান তাদের জড়িত থাকার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করছে। দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের এমন উত্তেজনাকর পরিস্থিতি আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি করেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ