রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১১:৫৯

পরী মণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ২৬, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ

পরী মণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় পরী মণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রোববার মামলার চার্জ শুনানির সময় পরী মণির সময় আবেদন নামঞ্জুর করে এই পরোয়ানা জারি করেন।

পরী মণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানান, অসুস্থতার কারণে পরী মণি আদালতে হাজির হতে পারেননি। অপর আসামি জুনায়েদ বোগদাদী জিমির পক্ষেও সময় আবেদন করা হয়েছিল। তবে আদালত আবেদনগুলো প্রত্যাখ্যান করে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন আদালতে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৯ জুন রাতে সাভারের বোট ক্লাবে পরী মণি ও তার সহযোগীরা বাদী নাসির উদ্দিনকে গালমন্দ, মারধর এবং হত্যার হুমকি দেন। এছাড়া, তারা ক্লাবের ভেতরে ভাঙচুর চালান এবং বিনামূল্যে দামি অ্যালকোহলের বোতল চেয়ে বাদীকে চাপ দেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, ঘটনার পরে পরী মণি সাভার থানায় নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে পাল্টা মামলা করেন। তবে তদন্তে তার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

এর আগে, ২০২১ সালের ৫ আগস্ট বনানীর বাসায় র‍্যাবের অভিযানে পরী মণি গ্রেপ্তার হন এবং মাদক মামলায় দীর্ঘ ২৭ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান। এখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় মামলাটি নতুন করে আলোচনায় এসেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ