রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৮:৪৮

সিরিয়ায় ইসরায়েলি সেনাদের কবর রচনা করা হবে : আইআরজিসি প্রধান

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১৬, ২০২৪ ৬:০৪ অপরাহ্ণ

সিরিয়ায় ইসরায়েলি সেনাদের কবর রচনা করা হবে : আইআরজিসি প্রধান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান হোসেইন সালামি বলেছেন, সিরিয়ায় ইসরায়েলি সেনাদের একদিন কবর রচনা হবে। তবে এর জন্য ধৈর্য, সাহসিকতা এবং দৃঢ় বিশ্বাস প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।

তেহরানে এক বক্তৃতায় সালামি জানান, ইরানের উপস্থিতি সিরিয়ায় নিজের স্বার্থের জন্য নয়, বরং মুসলিম জনগণের রক্ষার্থেই ছিল। তিনি বলেন, যখন সিরিয়ার সরকার পতনের মুখে ছিল, তখন থেকেই ভয়াবহ সব ঘটনা ঘটতে শুরু করে। বর্তমানে ইসরায়েলিরা কুনেইত্রা থেকে দামেস্কের বাসিন্দাদের খালি চোখে দেখতে পাচ্ছে, যা মেনে নেওয়া অসম্ভব।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে সালামি বলেন, সিরিয়ার দখলকৃত অঞ্চলগুলো মুক্ত করার দায়িত্ব সিরিয়ার তরুণরাই পালন করবে। জায়নিস্টদের জন্য এর মূল্য হবে অত্যন্ত ভারী, এবং তাদের পরিণতি এই ভূমিতেই চিরতরে রচিত হবে।

আসাদ সরকারের পতন ও পরবর্তী পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এটি মধ্যপ্রাচ্যের একটি তিক্ত শিক্ষা। দামেস্কের জনগণ এখন উপলব্ধি করছে যে, প্রতিরোধের শক্তি না থাকলে একটি জাতি ভয়াবহ পরিণতির মুখে পড়ে।

সালামি আরও বলেন, সিরিয়ার মাটিতে এখন বিদেশি শক্তিগুলো ক্ষুধার্ত নেকড়ের মতো হামলে পড়েছে—দক্ষিণে জায়নিস্টরা, উত্তরে এবং পূর্বে অন্যান্য শক্তি। মাঝখানে একটি অসহায় জাতি তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছে।

আইআরজিসি প্রধান দাবি করেন, সিরিয়ার জনগণের সম্মান রক্ষায় তার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, “মানুষ বেঁচে ছিল, কারণ আমরা সেখানে ছিলাম। আমরা তাদের সম্মানের রক্ষক ছিলাম।”

সালামির এই বক্তব্য ইঙ্গিত দেয়, সিরিয়ার ভবিষ্যৎ এখনও বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ