বিপিএলে রংপুর রাইডার্সের অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত
রংপুর রাইডার্স তাদের দাপুটে ফর্ম ধরে রেখে বিপিএলে চিটাগাং কিংসকে ৩৩ রানের ব্যবধানে পরাজিত করেছে। টানা অষ্টম জয়ে তারা টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করেছে এবং প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগাং কিংস টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা বিপর্যয়ের মুখে পড়ে রংপুর। প্রথম তিন ওভারে ৯ রানে একটি উইকেট হারালেও স্টিভেন টেইলর (৩৯ রান) এবং সাইফ হাসান (১৭ রান) জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন। তবে দুজনের ধীর গতির ব্যাটিং দলের রান তোলার গতি কমিয়ে দেয়।
এরপর খুশদিল শাহ মাঠে নেমে দারুণ ইনিংস খেলে রংপুরের সংগ্রহে গতি এনে দেন। তার ২৮ বলে ৫৯ রানের বিধ্বংসী ইনিংসে ছিল ৭টি ছক্কা এবং ২টি চারের ঝলক। মাহেদী হাসানের ছোট কিন্তু কার্যকর ইনিংসে (১২ বলে ১৭) রংপুর ১৬৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায়।
চিটাগাংয়ের বোলারদের মধ্যে আলিস আল ইসলাম এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ২টি করে উইকেট নেন, আর বিনুরা ফার্নান্দো, আরাফাত সানি এবং নাঈম ইসলাম শিকার করেন একটি করে উইকেট।
১৬৫ রানের লক্ষ্যে চিটাগাং কিংস শুরু থেকেই রংপুরের বোলারদের চাপে পড়ে। বাঁহাতি পেসার আকিফ জাভেদ দারুণ বোলিং করে ৪ উইকেটে চিটাগাংয়ের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। দলের হয়ে শামীম পাটোয়ারী (৩৮), পারভেজ হোসেন ইমন (২৬) এবং গ্রাহাম ক্লার্ক (২৩) কিছুটা লড়াই করেন, তবে তাদের কেউই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেননি।
খুশদিল শাহ বল হাতেও সফল ছিলেন, ২৩ রানে ২ উইকেট নিয়ে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার অর্জন করেন।
রংপুরের এই জয় তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে এবং টুর্নামেন্টে তাদের ফেভারিট হিসেবে অবস্থান সুদৃঢ় করেছে।