প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়নের পরিকল্পনা বিনিময়
প্রযুক্তির মাধ্যমে নারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করার লক্ষ্য নিয়ে সম্প্রতি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় নারীরা প্রযুক্তি খাতে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা বিনিময় করেন এবং ঐকমত্য পোষণ করেন যে, এই খাতে নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।
গত ২১ ডিসেম্বর রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত ‘এমপাওয়ারিং উইমেন উইথ টেকনোলজি’ শীর্ষক এই সভা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ কর্তৃক আয়োজিত হয়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের গ্লোরি গার্লস শাখার গুরুত্ব তুলে ধরা। এতে দেশের তথ্যপ্রযুক্তি খাতের বেশ কয়েকজন নারী নেতৃবৃন্দ এবং ঢাকা ও এর আশপাশের নারী শিক্ষার্থীরা অংশ নেন।
মোহাম্মদ শাহরিয়ার খান, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের প্রতিষ্ঠাতা, বলেন, “আমাদের লক্ষ্য হল প্রযুক্তির মাধ্যমে নারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করা, যাতে তারা প্রযুক্তি খাতে নেতৃত্ব দিতে পারে। প্রযুক্তির শক্তি ব্যবহার করে আমরা নারীসমাজকে ক্ষমতাশালী করতে চাই, যাতে তারা নিজেদের কল্পনাকে বাস্তবে পরিণত করতে পারে।”
ওয়াহিদ নিউটন, চিফ এডুকেটর, বলেন, “গ্লোরি গার্লস-এর মতো উদ্যোগগুলো নারীদের প্রযুক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে এবং তাদের নেতৃত্বের ক্ষমতা তৈরি করছে, যা আমাদের প্রযুক্তি খাতকে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে।”
সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রহমান নিপু বলেন, “প্রযুক্তির মাধ্যমে নারীদের সক্ষমতা অর্জন শুধু তাদের জীবনে পরিবর্তন আনবে না, বরং পুরো সমাজকে এগিয়ে নিয়ে যাবে।”
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের গ্লোরি গার্ল অ্যাম্বেসেডর, চাইল্ড রাইট অ্যাকটিভিস্ট ও ক্লাইমেট ক্যাম্পেইনার ফাতিহা আয়াত জানান, “এই উদ্যোগটি প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং ভবিষ্যত সম্ভাবনাগুলি খুঁজে বের করার ক্ষেত্রে একটি অনন্য মাইলফলক স্থাপন করবে।”
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফ্রিল্যান্সিং ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. তানজিবা রহমান, টুগেদার ইনিশিয়েটিভ লিমিটেডের চেয়ারম্যান সায়েদা নওশাদ জাহান প্রমি, এলিগ্যান্ট আইটি লিমিটেডের চেয়ারম্যান ফাহমিদা হোসাইন, ডিজি ডট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েদা নাফিজা রেজা, ডিজাইনারস টু ইন্টেরিয়রসের ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া হক, অরুতাস ইন্টেরিওর বিডির ব্যবস্থাপনা সহযোগি অরুপা দত্ত, ডি ক্যাসালিয়া লিমিটেডের পরিচালক সাবিলা ইনুন, দাঁড়কাক-এর প্রতিষ্ঠাতা নওরিন হক রিদি প্রমুখ।
বক্তারা নারী-পুরুষের মধ্যে প্রযুক্তি ও ডিজিটাল ক্ষেত্রে সমান সুযোগ সৃষ্টি করার গুরুত্ব তুলে ধরে প্রযুক্তি খাতে নারীদের আরও বেশি উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।