ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে থার্টি ফার্স্ট নাইটে সারারাত ক্যাম্পাস এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আরো পড়ুন
ঢাবিতে শেখ হাসিনার বিতর্কিত গ্রাফিতি পুনরায় আঁকা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন ১ জানুয়ারি থেকে শুরু
সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির নির্দেশনা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) কেবল বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য, ঢাবি স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবায় নিয়োজিত গাড়িগুলো (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী ও সাংবাদিক) প্রবেশ করতে পারবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত স্থানে কোনো ধরণের অনুষ্ঠান, আতশবাজি, ফানুস ও বিস্ফোরক দ্রব্য বহন কিংবা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এসব পদক্ষেপ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে। থার্টি ফার্স্ট নাইটের সময় শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কড়া নজরদারি রাখবে।