মরিশাসে প্রবাসীদের অংশগ্রহণে বাংলা নববর্ষ উদযাপন করলো বাংলাদেশ হাইকমিশন
বাংলাদেশ হাইকমিশন পোর্ট লুইসের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণে মরিশাসে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। দিনব্যাপী নানা আয়োজনে উদযাপন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসব। কর্মসূচির শুরুতেই ছিল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, যা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নববর্ষের আমেজ ছড়িয়ে দেয়।
উৎসবের উদ্বোধন করেন হাইকমিশনার ড. জকি আহাদ। প্রবাসী বাংলাদেশি, হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত শোভাযাত্রা ছিল বর্ণিল ও প্রাণবন্ত। শোভাযাত্রা শুরু হওয়ার আগে হাইকমিশনার এর ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ইউনেস্কো বাংলাদেশের বর্ষবরণ উৎসবের শোভাযাত্রাকে ‘ইনটানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ তালিকায় অন্তর্ভুক্ত করায় এটি আমাদের গর্বের বিষয়। এই উৎসবের আনন্দ বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।
ড. জকি আরও বলেন, “আমরা দেশেই হই বা প্রবাসে, আমাদের চেতনার রং লাল-সবুজ। আমরা তরুণদের চেতনা ধারণ করি এবং একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি।”
উল্লেখযোগ্য বিষয় হলো, এ বছরই প্রথমবারের মতো দিনব্যাপী আয়োজনে বাংলাদেশ হাউজে নববর্ষ উৎসব পালন করা হয়। এই উপলক্ষে বাংলাদেশ হাউজকে সাজানো হয় ঐতিহ্যবাহী সাজে। বৈশাখী মেলায় প্রবাসীদের জন্য পরিবেশিত হয় দেশীয় খাবার– পিঠাপুলি, ফুচকা, সিঙ্গারা, সমুচা, ঝালমুড়ি ও পান্তা-ভাত, যা সবাইকে স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির স্বাদ।
বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটে প্রাণবন্ত এই উৎসবের। দিনব্যাপী আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।