ইরান ইসরায়েলকে ‘জবাব’ দেয়ার প্রস্তুতি নিচ্ছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা আলি লারিজানি জানিয়েছেন, ইরান ইসরায়েলকে ‘জবাব’ দেয়ার প্রস্তুতি নিচ্ছে।
ইরানের তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
২৬ অক্টোবর ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় তিন দফায় হামলা চালায়। তেহরান তখনই ইসরায়েলের এ হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছিল। এর আগে, প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলি ভূখণ্ডে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। সেই হামলার পরবর্তী প্রতিক্রিয়ায় ২৬ অক্টোবর ইসরায়েলও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
মন্তব্য করুন