বাংলাদেশে তরুণদের জন্য ইউনিসেফের ‘ইয়াং লিডারশিপ প্রোগ্রাম’
বাংলাদেশের তরুণ ‘চেইঞ্জমেকারদের’ জন্য নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি চালু করছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। ‘ইয়াং লিডারশিপ প্রোগ্রাম’ নামের এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের নীতি-নির্ধারণী, অ্যাডভোকেসি ও নেতৃত্ব দক্ষতা উন্নয়নের সুযোগ দেওয়া হবে।
বুধবার (৫ মার্চ) ইউনিসেফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তরুণদের নেতৃত্বের ক্ষমতায়ন নিশ্চিত করতে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের লি কাওন ইউ স্কুল অব পাবলিক পলিসির (এলকেওয়াইএসপিপি) সঙ্গে যৌথভাবে এ আবাসিক কর্মসূচি পরিচালিত হবে।
প্রোগ্রামটিতে ৩০ জন তরুণকে নির্বাচিত করা হবে, যাদের আবাসন, খাবার এবং যাতায়াতসহ প্রয়োজনীয় ব্যয় বহন করা হবে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা পাবলিক পলিসি সাইকেল ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের কৌশল সম্পর্কে ধারণা পাবেন এবং সামাজিক পরিবর্তন আনার জন্য কার্যকরী টুল ব্যবহার শিখবেন।
আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় ডকুমেন্ট
৩০ বছরের কম বয়সী, বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক (সম্মান) ডিগ্রিধারী, ইংরেজিতে সাবলীল এবং পেশাগত কাজ, শিক্ষাগত বা সামাজিক অভিজ্ঞতায় শান্তি ও সমৃদ্ধির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তরুণরা আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ:
- স্টেটমেন্ট অব পারপাস (সর্বোচ্চ তিন পৃষ্ঠা)
- সিভি (সর্বোচ্চ দুই পৃষ্ঠা)
- পাসপোর্ট সাইজ ছবি (জেপিজি ফাইল)
- দুইটি প্রফেশনাল রেফারেন্স লেটার
- শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি
- ইংরেজিতে ২ মিনিটের পরিচিতিমূলক ভিডিও
আগ্রহীদের ৩০ মার্চের মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্টসহ infobangladesh@unicef.org ঠিকানায় আবেদন পাঠাতে হবে। মেইলের বিষয় লিখতে হবে ‘Application Young Leaders 2025’।
এই কর্মসূচিটি ঢাকায় ৪ থেকে ১০ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।