শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| ভোর ৫:২৩

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর ইয়েমেনের বিভিন্ন অংশে বিমান হামলা

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১৯, ২০২৪ ৬:১৩ অপরাহ্ণ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর ইয়েমেনের বিভিন্ন অংশে বিমান হামলা

ইসরায়েল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের পর ইয়েমেনের রাজধানী সানা, বন্দর শহর হোদেইদাহসহ বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার পর সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়। এর প্রতিক্রিয়ায় ইয়েমেনের বিদ্যুৎকেন্দ্র, বন্দর এবং জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালানো হয়।

ইসরায়েলের বিবৃতিতে বলা হয়েছে, হুতিদের সামরিক পদক্ষেপের জন্য ব্যবহৃত স্থাপনাগুলোতে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। ইয়েমেনের হুতি গোষ্ঠীর গণমাধ্যম আল মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, সানা ও হোদেইদাহসহ বিভিন্ন স্থানে আঘাত হানা হয়েছে, যার মধ্যে বিদ্যুৎকেন্দ্র এবং তেল স্থাপনাগুলো রয়েছে।

এর আগে, চলতি সপ্তাহে হুতিরা ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে। গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালানোর কথা জানিয়েছে গোষ্ঠীটি।

ইসরায়েলের সঙ্গে হামাসের চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে হুতিরা ইসরায়েলের পাশাপাশি আন্তর্জাতিক জাহাজগুলোতেও হামলা চালাচ্ছে। লোহিত সাগর ও এডেন উপসাগরের জাহাজ হামলার ঘটনাগুলোও তাদের একই ধরনের দাবির সঙ্গে সম্পর্কিত।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত