সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ৮:১৫

তৃতীয় সংসারেও ভাঙনের পথে হৃদয় খান

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ
তৃতীয় সংসারেও ভাঙনের পথে হৃদয় খান

তৃতীয় সংসারেও ভাঙনের পথে হৃদয় খান

দেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় গায়ক হৃদয় খানের তৃতীয় সংসারেও ভাঙনের খবর পাওয়া গেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, তার স্ত্রী হুমায়রা তাকে ডিভোর্স দিয়েছেন এবং তারা দীর্ঘদিন ধরে এক ছাদের নিচে বসবাস করছেন না। তবে এ বিষয়ে হৃদয় খান বা তার পরিবার আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের কয়েক বছর পর হৃদয় খানের আচরণ ও জীবনযাপন নিয়ে অতিষ্ঠ হয়ে হুমায়রা তাকে ডিভোর্স দেন। বিচ্ছেদের পরও উভয় পরিবার বিষয়টি গোপন রেখেছে। হৃদয় খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, তিনি বিষয়টি ব্যক্তিগত বলে মন্তব্য করেন এবং এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রসঙ্গত, হৃদয় খানের প্রথম স্ত্রী ছিলেন পূর্ণিমা আকতার, তবে সে সংসার দীর্ঘস্থায়ী হয়নি। পরে তিনি ২০১৫ সালের ১ আগস্ট জনপ্রিয় মডেল-অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করেছিলেন। কিন্তু ২০১৬ সালের ৬ এপ্রিল তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান। কয়েক মাস পর ঢাকার একটি পাঁচতারকা হোটেলে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এরই মধ্যে শোনা গেল, তৃতীয় সংসারেও বিচ্ছেদের পথে হাঁটলেন হৃদয় খান।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ