রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১১:৪৪

বছর শুরুতেই ভয়াবহ হত্যাকাণ্ড: লক্ষ্ণৌতে মা-বোনদের খুন করল যুবক

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ২, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ
বছর শুরুতেই ভয়াবহ হত্যাকাণ্ড: লক্ষ্ণৌতে মা-বোনদের খুন করল যুবক

বছর শুরুতেই ভয়াবহ হত্যাকাণ্ড: লক্ষ্ণৌতে মা-বোনদের খুন করল যুবক

ভারতের উত্তরপ্রদেশের লক্ষ্ণৌয়ে নতুন বছরের প্রথম দিনেই ঘটেছে একটি ভয়াবহ হত্যাকাণ্ড। ২৪ বছর বয়সী যুবক আরশাদ নিজের মা এবং চার বোনকে হোটেলে খুন করেছেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এই যুবক তার খুনের দায় স্বীকার করে একটি ভিডিও প্রকাশ করেছেন।

ভিডিওতে আরশাদ দাবি করেছেন, তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন কারণ তিনি চাননি যে তার বোনদের বিক্রি করা হোক। তিনি বলেন, উত্তরপ্রদেশের বদাউনে তাদের বাড়ি দখল করে প্রতিবেশী এবং জমি মাফিয়ারা তার বোনদের পাচারের পরিকল্পনা করছিলেন।

আরশাদ ভিডিওতে বলেন, তিনি তার মা এবং চার বোনকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। তিনি আরও জানান, তার বাবা তাকে এই হত্যাকাণ্ডে সহায়তা করেছিলেন। নিহতদের মধ্যে তার মা আসমা এবং বোনরা হলেন আলিয়া (৯), আলশিয়া (১৯), আকসা (১৬) এবং রাহমীন (১৮)।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে আরশাদকে গ্রেপ্তার করা হয়েছে। হোটেল কর্মীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ৩০ ডিসেম্বর হোটেলে আসার পর পরের দিন, ১ জানুয়ারি সকালে আরশাদ তার পরিবারের সদস্যদের হত্যা করেন।

আরশাদ তার ভিডিওতে দাবি করেন, পরিবারটি অনেক দিন ধরে অত্যাচারের শিকার হচ্ছিল এবং তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চেয়েছিল। এছাড়া, তিনি দাবি করেন যে স্থানীয় কিছু ব্যক্তি তাদের বাড়ি দখল করতে এবং তার বোনদের বিক্রি করতে চেয়েছিলেন, আর এই কারণেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

এছাড়া, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে ন্যায্য বিচার চেয়েছেন। ভিডিওতে তিনি বলেছেন, “আমরা সাহায্যের জন্য অনেকের কাছে গিয়েছিলাম, কিন্তু কেউ আমাদের সাহায্য করেনি।”

তবে এনডিটিভি ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি, এবং পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডটি সেন্ট্রাল লক্ষ্ণৌর শরণজিৎ হোটেলে ঘটেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ