শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| ভোর ৫:১৫

প্রাক্তনের স্মৃতি মুছে এগিয়ে চলছেন সামান্থা

প্রতিবেদক
staffreporter
মার্চ ১৭, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ণ
প্রাক্তনের স্মৃতি মুছে এগিয়ে চলছেন সামান্থা

প্রাক্তনের স্মৃতি মুছে এগিয়ে চলছেন সামান্থা

নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর ধীরে ধীরে নিজেকে সামলে নিয়েছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ। সম্প্রতি তার নতুন প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে।

কিছুদিন আগে জানা যায়, তিনি নিজের বিয়ের পোশাক রূপান্তরিত করেছেন এবং বাগদানের আংটি লকেট হিসেবে ব্যবহার করছেন। বেশকিছু অনুষ্ঠানে তাকে এই লকেট পরতে দেখা গেছে। তবে এবার প্রাক্তন স্বামীর শেষ স্মৃতিটুকুও মুছে ফেললেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একগুচ্ছ ছবিতে দেখা যায়, তার হাতে থাকা ট্যাটুটি উধাও। একসময় নাগা চৈতন্যের সঙ্গে মিলিয়ে এই ট্যাটু করেছিলেন সামান্থা। বিচ্ছেদের পরও সেটি রেখে দেওয়ায় বিভিন্ন সময় তাকে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল।

কিন্তু নতুন ছবিগুলোতে সেই ট্যাটু অনুপস্থিত থাকায় নেটিজেনদের ধারণা, তিনি এটি মুছে ফেলেছেন। যদিও নাগা চৈতন্য এখনও তার হাতে একই ট্যাটু রেখে দিয়েছেন, তবে সামান্থা নতুনভাবে জীবন শুরু করতে আরও একধাপ এগিয়ে গেলেন। তার এই সিদ্ধান্তকে অনুরাগীরা ইতিবাচকভাবে দেখছেন এবং বাহবা দিচ্ছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি