শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫| বিকাল ৩:১৫

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:০২ পূর্বাহ্ণ
আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাষ্ট্রদূত তারেক আহমদের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর দূতাবাসের পক্ষ থেকে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরাও এতে অংশ নিয়ে শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। আলোচনায় বক্তারা মাতৃভাষার গুরুত্ব তুলে ধরে বলেন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির শহীদদের আত্মত্যাগের ফলেই বাঙালি নিজের ভাষার মর্যাদা রক্ষা করতে পেরেছে। প্রবাসীদের মাতৃভাষার সম্মান অক্ষুণ্ণ রাখা এবং স্বাগতিক দেশের ভাষা শেখার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

রাষ্ট্রদূত তারেক আহমেদ ভাষা শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ এবং ২৪-এর জুলাই-আগস্ট ছাত্রগণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত