রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১১:১০

রাজশাহীতে শীতার্তদের পাশে রাবি শিক্ষার্থীরা, বিতরণ করা হলো ১০০ কম্বল

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ২৪, ২০২৪ ৩:৪২ অপরাহ্ণ

শীতার তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কয়েকজন শিক্ষার্থী। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে নগরীর বিভিন্ন এলাকায় ১০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তারা।

বিনোদপুর, কাজলা, ভদ্রা, রেলগেটসহ ক্যাম্পাসের আশপাশের এলাকাগুলোতে ঘুরে প্রকৃত দরিদ্র ও শীতার্তদের হাতে কম্বল তুলে দেন স্বেচ্ছাসেবীরা।

কর্মসূচির কনভেনার আলিম খান বলেন, “শীতে কষ্ট পাওয়া মানুষদের দেখে কিছু করার ইচ্ছা হয়েছিল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ‘সম্পর্ক’-এর সহায়তায় আমরা ১০০ জনের মাঝে কম্বল বিতরণ করেছি। মানুষের কৃতজ্ঞতা ও দোয়া আমাদের পরিশ্রম সার্থক করেছে।”

আরেক স্বেচ্ছাসেবী ইমরান হোসেন জানান, “প্রচণ্ড ঠান্ডার মধ্যে ৪টি রিকশা নিয়ে আমরা শহরের বিভিন্ন প্রান্তে ঘুরেছি। প্রকৃত শীতার্তদের সাহায্য করতে পেরে আত্মতৃপ্তি পেয়েছি।”

এ কর্মসূচিতে ‘সম্পর্ক’-এর প্রতিনিধি গোপাল দেব, সোহরাব হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের উদ্যোগকে তারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ