সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ১১:১৩

১৮ উন্নয়ন সহযোগী সংস্থা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে ইসির বৈঠক

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ
১৮ উন্নয়ন সহযোগী সংস্থা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে ইসির বৈঠক

১৮ উন্নয়ন সহযোগী সংস্থা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে ইসির বৈঠক

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠকটি শুরু হয়।

নির্বাচন কমিশন কর্মকর্তারা জানিয়েছেন, ১৮টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে যৌথভাবে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কী কী কার্যক্রম পরিচালনা করছে, তা উন্নয়ন সহযোগীদের সামনে তুলে ধরা হবে।

বৈঠকে উপস্থিত থাকার জন্য ইতালি, স্পেন, জার্মানি, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, কোরিয়া, তুরস্ক, জাপান, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, নেদারল্যান্ডস ও ফ্রান্স দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত আছেন।

ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ সোমবার জানান, “আমরা কোনো কিছু গোপন রাখতে চাই না। তাই আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কী কী কাজ করছি, তা তাদের সামনে তুলে ধরা হবে।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত