রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৯:৫৯

ক্যারিবিয়ান মাটিতে ১৫ বছরের অপেক্ষার অবসান বাংলাদেশের

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৪, ২০২৪ ১২:৩৫ অপরাহ্ণ

ক্যারিবিয়ান মাটিতে ১৫ বছরের অপেক্ষার অবসান বাংলাদেশের

ক্যারিবিয়ান মাটিতে ১৫ বছর পর টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। কিংস্টনের স্যাবাইনা পার্কে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারিয়ে টাইগাররা স্মরণীয় জয় তুলে নেয়। ২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ক্যারিবীয় দল তাইজুল ইসলামের স্পিন ঘূর্ণিতে ১৮৫ রানে অলআউট হয়।

তাইজুল ইসলাম ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫০ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারে ১৫তম ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন। ম্যাচসেরার পুরস্কার জেতা তাইজুলের স্পিনে বারবার বিপদে পড়ে ক্যারিবীয় ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ নেন ২টি করে উইকেট, আর নাহিদ রানা নেন ১টি উইকেট।

প্রথম ইনিংসে ১৬৪ রানে অলআউট হওয়া বাংলাদেশ স্বাগতিকদের ১৪৬ রানে আটকে দিয়ে ১৮ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে জাকের আলীর ৯১ রান, সাদমান ইসলামের ৪৬ রান এবং মেহেদী হাসান মিরাজের ৪২ রানের ওপর ভর করে ২৬৮ রানের পুঁজি গড়ে টাইগাররা।

২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দ্রুতই উইকেট হারায়। লাঞ্চের আগে মিকাইল লুইসকে ফিরিয়ে শুরুটা করেন তাইজুল। এরপর ব্র্যাথওয়েট (৪৩), কেভাম হজ (৫৫) এবং জাস্টিন গ্রিভস (২০) কিছুটা প্রতিরোধ গড়লেও তাইজুলের বোলিং এবং তাসকিন-হাসানের আক্রমণে উইন্ডিজ ইনিংস গুটিয়ে যায়।

শেষদিকে হাসান মাহমুদ এবং নাহিদ রানা দ্রুত উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজ ১-১ এ ড্র হয়। এই টেস্ট জয় বাংলাদেশের জন্য একটি বড় অর্জন, যা ক্যারিবিয়ান মাটিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটায়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ