বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিল বাংলাদেশ
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের যাত্রা শেষ হলো। নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সান্ত্বনার জয় পাওয়ার আশা থাকলেও, বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হয়ে যায়। দুই দলই আগের দুটি ম্যাচ হেরে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করেছিল। ফলে ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতা। পয়েন্ট ভাগাভাগির পর ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় তিন নম্বরে থেকে প্রতিযোগিতা শেষ করল বাংলাদেশ, আর স্বাগতিক পাকিস্তান রইল একেবারে তলানিতে।
পয়েন্ট টেবিলের শীর্ষ দুই স্থানে রয়েছে নিউজিল্যান্ড ও ভারত, যারা সমান ৪ পয়েন্ট করে পেয়েছে এবং নেট রানরেটের ভিত্তিতে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে।
বাংলাদেশের আয় কত?
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মোট ৬.৯ মিলিয়ন ডলার (প্রায় ৮৪ কোটি টাকা) প্রাইজমানি বরাদ্দ করা হয়েছে। প্রতিটি দল কেবল অংশগ্রহণের জন্যই পাবে ১ লাখ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা)।
এ ছাড়া, প্রতি ম্যাচ জয়ের জন্য থাকছে ৩৪ হাজার ডলার (প্রায় ৪১ লাখ টাকা) করে পুরস্কার। বাংলাদেশ কোনো ম্যাচ না জিতলেও শুধুমাত্র অংশগ্রহণের জন্য ১ কোটি ৫১ লাখ টাকা পাবে।
নিজেদের গ্রুপে তিন নম্বরে শেষ করায় বাংলাদেশ যদি সপ্তম বা অষ্টম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে, তাহলে ১ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৬৯ লাখ টাকা) পাবে। তবে যদি পঞ্চম বা ষষ্ঠ স্থানে থাকে, তাহলে প্রাইজমানি হবে ৩ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ৪ কোটি ২৩ লাখ টাকা)।
চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের প্রাইজমানি
চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ২৭ কোটি ৬ লাখ টাকা), আর রানার্সআপ দল পাবে ১১ লাখ ২০ হাজার ডলার (প্রায় ১৩ কোটি ৫৩ লাখ টাকা)।
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির তুলনায় এবার প্রাইজমানি ৫৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। তবে এবারও বাংলাদেশ দল সেমিফাইনালের গণ্ডি পেরোতে পারেনি, যা ভক্তদের জন্য হতাশাজনক।