রণবীরের বিপরীতে ‘ডন থ্রি’তে চূড়ান্ত শর্বরী ওয়াঘ
‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ডন থ্রি’ নিয়ে দর্শকদের আগ্রহ ইতোমধ্যে তুঙ্গে পৌঁছেছে। ছবিতে রণবীর সিংকে নায়ক হিসেবে চূড়ান্ত করার পর থেকেই সিনেমাটি আলোচনায় রয়েছে। তবে কে হবেন ছবির নায়িকা—তা নিয়ে চলছিল নানা গুঞ্জন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ‘ডন থ্রি’ ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করবেন শর্বরী ওয়াঘ। প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেনমেন্ট এই প্রস্তাব পাঠালে তা গ্রহণ করেছেন শর্বরী। সংস্থার পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর মধ্য দিয়ে ‘মুনিয়া’ ও ‘আলফা’র পর এবার ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতেও যুক্ত হলেন শর্বরী।
গত বছর থেকেই ক্যারিয়ারে উড়ন্ত সময় পার করছেন শর্বরী। বিশেষ করে ‘মুনিয়া’ ছবির সাফল্য এবং ছবিতে ‘তরস’ গানে তাঁর আবেদনময় উপস্থিতি দর্শকমনে দাগ কেটেছে। এরপর ওটিটিতে মুক্তিপ্রাপ্ত ‘মহারাজ’ এবং সাম্প্রতিক ছবি ‘বেদা’তেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। এই তিনটি ছবির মাধ্যমে বলিউডে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি।
২০২৫ সালে মুক্তির অপেক্ষায় রয়েছে শর্বরীর আরও একটি ছবি ‘আলফা’। অ্যাকশনধর্মী এই ছবিতে শর্বরী স্ক্রিন শেয়ার করেছেন আলিয়া ভাট ও ববি দেওলের মতো জনপ্রিয় তারকাদের সঙ্গে। এবার ‘ডন থ্রি’-তে অভিনয়ের খবর প্রকাশ্যে আসার পর শর্বরীকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা। তাঁর ভক্তরা আশাবাদী, এই ছবি তাঁকে বলিউডে আরও বড় জায়গায় পৌঁছে দেবে।