সেদনায়া কারাগারে খুঁজে পাওয়া গেল ১৫ জনের মরদেহ
সিরিয়ার দামেস্কের উত্তরে অবস্থিত berা খ্যাত সেদনায়া কারাগারে ১৫ জন বেসামরিক নাগরিকের মরদেহ পাওয়া গেছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, তল্লাশি অভিযানে উদ্ধারকারীরা নৃশংসভাবে নির্যাতনের শিকার এসব মরদেহের সন্ধান পেয়েছে।
সংস্থাটি জানায়, নির্যাতনের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে ওই ১৫ ব্যক্তিকে। এই ঘটনায় সিরীয় অধিকারকর্মী মাজেন আল হামাদার মরদেহ পাওয়ার খবর দিয়েছে তার পরিবার। সেদনায়া কারাগার বাশার আল-আসাদের শাসনামলে নৃশংসতার প্রতীক হয়ে উঠেছে।
সিরিয়ান অবজারভেটরি আরও বলেছে, ২০২৪ সালের শুরু থেকে সরকারি কারাগারগুলোতে স্বাস্থ্যসেবা না পাওয়ার কারণে মৃত্যু হয়েছে ৬৯ জন বেসামরিক নাগরিকের। এ অবস্থায় নিখোঁজ স্বজনদের খোঁজে সিরীয় নাগরিকেরা দেশটির বিভিন্ন কারাগারে ভিড় করছেন।
বাশার আল-আসাদ সরকারের পতনের পর সেদনায়া কারাগারে মৃতদেহ উদ্ধারের ঘটনা নতুন করে সরকারের বর্বরতার চিত্র তুলে ধরেছে। ১২ দিনের বিদ্রোহী অভিযানে আসাদ সরকারের পতন ঘটে এবং তিনি গত রোববার দামেস্ক ছেড়ে পালিয়ে যান। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
সেদনায়া কারাগার এক সময় হাজারো সিরীয় নাগরিকের বন্দিত্বের নীরব সাক্ষী ছিল। এখন সেই কারাগার থেকে উদ্ধার হওয়া মরদেহগুলো আসাদের শাসনের কালো অধ্যায়কে স্মরণ করিয়ে দিচ্ছে।