বিজেপির অভিযোগকে দুর্ভাগ্যজনক বলল মার্কিন দূতাবাস
ভারতকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে মার্কিন পররাষ্ট্র দফতর কাজ করছে বলে বিজেপির অভিযোগকে “দুর্ভাগ্যজনক” বলে মন্তব্য করেছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস।
মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়, সাংবাদিকদের পেশাদারিত্ব ও দক্ষতা বাড়াতে যুক্তরাষ্ট্র স্বাধীন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করে। তবে এসব কর্মসূচি কোনোভাবেই ওই সংগঠনগুলোর সম্পাদকীয় নীতিকে প্রভাবিত করে না।
মার্কিন দূতাবাস আরও জানায়, স্বাধীন সংবাদমাধ্যম গণতন্ত্রের জন্য অপরিহার্য। এটি ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনে এবং জনসাধারণকে শিক্ষিত করে।
এর আগে, বিজেপি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একাধিক পোস্টে অভিযোগ করেছিল, মার্কিন পররাষ্ট্র দফতর কংগ্রেসের মাধ্যমে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। বিজেপির অভিযোগ, পেগাসাস, আদানি ইস্যু, হাঙ্গার ইনডেক্স, ধর্মীয় স্বাধীনতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার মতো বিভিন্ন ইস্যুতে কংগ্রেসকে আন্তর্জাতিক সমর্থন দেওয়া হয়েছে।
বিজেপি আরও দাবি করে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিবেদন কংগ্রেসকে সহায়তা করেছে মোদি সরকার ও বিজেপিকে আক্রমণের জন্য। উদাহরণ হিসেবে তারা উল্লেখ করে, ফিন্যানশিয়াল টাইমসের এক প্রতিবেদন এবং ইউরোপভিত্তিক সংবাদসংস্থা ওসিসিআরপির (OCCRP) ভূমিকা।
এ অভিযোগের প্রতিক্রিয়ায় মার্কিন দূতাবাস তাদের অবস্থান স্পষ্ট করে জানায় যে, তারা গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাদারিত্বের পক্ষে কাজ করে আসছে এবং ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল।
সূত্র: হিন্দুস্তান টাইমস