২ রানের থ্রিলারে চেন্নাইকে হারিয়ে শীর্ষে বেঙ্গালুরু
শেষ ওভারের উত্তেজনা, সহজ ক্যাচ হাতছাড়া, প্রথম সেঞ্চুরির দোরগোড়ায় থেমে যাওয়া আয়ুশ মহাত্রে এবং নো বল থেকে ছয়ের নাটক— সব মিলিয়ে দুর্দান্ত এক থ্রিলার ম্যাচ উপহার দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। এই রোমাঞ্চের শেষে শেষ হাসি হেসেছে বেঙ্গালুরু, যারা ২ রানের জয় তুলে নিয়ে আইপিএল ২০২৫-এর শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে।
গতকাল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিকরা ২০ ওভারে ৫ উইকেটে তোলে ২১৩ রান। দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার বিরাট কোহলি ও জ্যাকব বেথেল। কোহলি ৩৩ বলে ৬৩ এবং বেথেল ৩৩ বলে ৫৫ রান করেন। মাঝে কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও একপ্রান্তে তাণ্ডব চালান রোমারিও শেফার্ড। মাত্র ১৪ বলে আইপিএলের দ্বিতীয় দ্রুততম ফিফটি তুলে নিয়ে তিনি অপরাজিত থাকেন ৫৩ রানে, যার মধ্যে ছিল ৪টি চার ও ৬টি ছক্কা।
চেন্নাইয়ের হয়ে মাথিশা পাথিরানা নেন ৩ উইকেট। তবে ব্যাট হাতে ম্যাচে ফিরেছিল চেন্নাইও। তরুণ ওপেনার আয়ুশ মহাত্রে ও অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা গড়েন ১১৪ রানের জুটি। মহাত্রে ৯৪ রান করে সেঞ্চুরির আগেই আউট হন, যদিও একটি সহজ ক্যাচ ছাড়ে জীবন পেয়েছিলেন তিনি। জাদেজা অপরাজিত থাকেন ৭৭ রানে। শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ১৫ রান। সেই ওভারে যশ দয়ালের বোলিংয়ে দুটি ফুলটসে মাত্র ২ রান আসে, যদিও এক বল ছিল নো, যা দুবে ছয়ে পরিণত করেন। তবুও ফ্রি-হিটে সুবিধা করতে না পারায় শেষ পর্যন্ত ২১১ রানে থামে চেন্নাইয়ের ইনিংস।
বেঙ্গালুরুর হয়ে লুঙ্গি এনগিডি নেন ৩ উইকেট এবং সুয়াশ শর্মা ১৮তম ওভারে ৬ রান দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে বেঙ্গালুরু, যারা কার্যত প্লে-অফ নিশ্চিত করেছে। সমান ১৪ পয়েন্ট নিয়ে তাদের পরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স। অন্যদিকে, বিদায় নিশ্চিত হয়ে গেছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের।