হাসিনাকে নিয়ে প্রশ্ন করায় অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেন টিউলিপ
২০১৭ সালে শেখ হাসিনার শাসনামলে নিখোঁজ ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী ব্যারিস্টার আরমানের বিষয়ে প্রশ্ন করায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এক অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে সমালোচনার মুখে পড়েন। সম্প্রতি এই ঘটনার ভিডিও আবারও সামনে এসেছে, যা ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ প্রকাশ করেছে।
টিউলিপ সিদ্দিক, যিনি লেবার পার্টির এমপি এবং যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মন্ত্রী (ইকোনমিক সেক্রেটারি), বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। ভিডিওতে দেখা যায়, সাংবাদিক ডেইজি আইলিফ টিউলিপকে শেখ হাসিনার আমলে নিখোঁজ আরমানের ব্যাপারে প্রশ্ন করলে তিনি হুমকিস্বরূপ সুরে বলেন, “খুব সতর্ক থাকুন। আমি ব্রিটিশ পার্লামেন্ট সদস্য, বাংলাদেশি নই।”
এরপর, সাংবাদিকের অন্তঃসত্ত্বা অবস্থার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আশা করি তোমার সন্তান ভালোভাবে হবে। কারণ প্রসব খুবই কঠিন।” এসময় টিউলিপের সহকারী সাংবাদিকদের ভিডিও ধারণ বন্ধ করতে বলেন এবং প্রশ্নগুলোকে “অপ্রাসঙ্গিক” বলে মন্তব্য করেন।
ভুক্তভোগী সাংবাদিক ডেইজি আইলিফ সম্প্রতি তার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, টিউলিপ শুধু হুমকিতেই থেমে থাকেননি, বরং তার বিরুদ্ধে পুলিশ ও কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। তবে ক্যামেরায় পুরো ঘটনা রেকর্ড হওয়ায় কোনো অভিযোগ টেকেনি।
ব্যারিস্টার আরমান দাবি করেন, ওই ঘটনার পর চ্যানেল-৪ এর প্রতিবেদন সম্প্রচারের কয়েক ঘণ্টার মধ্যেই তার বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী হানা দেয়। তারা তার স্ত্রীকে ভয় দেখায় এবং বাইরের কারো সঙ্গে যোগাযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। আরমানের মতে, টিউলিপের সঙ্গে করা প্রশ্ন শেখ পরিবারকে আহত করায় তার পরিবারকে হয়রানির শিকার হতে হয়।
টিউলিপ সিদ্দিক পরে স্বীকার করেন, তার মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তবে ঘটনা নিয়ে বিতর্ক থেমে নেই। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো তার বক্তব্য এবং ব্যবহারকে “সাংবাদিকের প্রতি হুমকি” হিসেবে চিহ্নিত করেছে।
এই ঘটনায় টিউলিপ সিদ্দিকের ভূমিকা নিয়ে ব্রিটেনের গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো সমালোচনা করেছে। শেখ পরিবারের সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।