শনিবার, ১৭ই মে, ২০২৫| রাত ৪:১৫

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের

প্রতিবেদক
staffreporter
মে ১৬, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ
ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। চলতি মে মাসের শুরুতে ভারতের সঙ্গে সামরিক সংঘাতের সময় ভারতীয় বিমান বাহিনীর একটি মিরাজ ২০০০ ফাইটার জেট গুলি করে নামানো হয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিজেই এই দাবি নিশ্চিত করেছেন। এর ফলে পাকিস্তানের দাবি অনুযায়ী, ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানের সংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ৬-৭ মে রাতে কাশ্মিরের পামপুর এলাকায় মিরাজ ২০০০ জেটটি ভূপাতিত করে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ)। ওই দিন কামরায় বিমান বাহিনীর একটি অপারেশনাল ঘাঁটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেহবাজ, যেখানে তিনি পাইলট, প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দক্ষতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, “এই সফলতা আমাদের বিমান বাহিনীর অসাধারণ দক্ষতা এবং মাতৃভূমি রক্ষায় তাদের প্রতিশ্রুতির প্রমাণ। ভারতের আগ্রাসনের প্রেক্ষিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সংযম ও কৌশলগত দূরদর্শিতা দেখিয়ে কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে।” তিনি আরও বলেন, শত্রুর সামরিক অবকাঠামোতে পাকিস্তানের নিখুঁত প্রতিক্রিয়া বড় ধরনের ধাক্কা দিয়েছে।

আইএসপিআর-এর প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেহবাজ জাতির পক্ষ থেকে সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, “জাতীয় নিরাপত্তার বিষয়ে সরকার ও জনগণ উভয়েই সম্পূর্ণরূপে অঙ্গীকারবদ্ধ। দেশের প্রতিটি ইঞ্চি রক্ষায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে, এবং যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে।”

পাকিস্তান এর আগেও দাবি করেছিল, চলমান সংঘাতে তারা ভারতের তিনটি রাফাল, একটি মিগ-২৯ ও একটি এসইউ-৩০ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এবার মিরাজ ২০০০ ধ্বংসের দাবি যোগ হয়ে মোট সংখ্যা ছয়টিতে পৌঁছেছে।

এদিকে, ভারত পাকিস্তানের এসব দাবি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। যুদ্ধবিমান হারানোর বিষয়ে তারা নির্দিষ্ট করে কিছু না বললেও জানিয়েছে, যেকোনো সংঘাতে কিছু ক্ষয়ক্ষতি ঘটতেই পারে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ