আ.লীগ ও দিল্লির প্রশ্নে দেশের মানুষ কোনো আপস করবে না – নাসিরুদ্দিন পাটোয়ারি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ঈদুল ফিতর উপলক্ষে হাজীগঞ্জ থানার শহীদ পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। সোমবার, ৩১ মার্চ, বিকেল সাড়ে তিনটা থেকে তিনি শহীদদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ঈদের উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা দিয়ে পরিবারগুলোর পাশে দাঁড়ান।
নাসিরুদ্দিন পাটোয়ারী এই সাক্ষাতের সময় একটি জোরালো বার্তা দেন। তিনি বলেন, “আমাদের যুদ্ধের স্পৃহা হলো শহীদ পরিবার। এই পরিবারগুলোর রক্তের শপথে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আওয়ামী লীগ আর দিল্লির প্রশ্নে বাংলাদেশের মানুষ কোনো আপস করবে না।” তিনি আরও বলেন, “যারা এই বিষয়ে আপস করতে চাইবে, তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই অব্যাহত থাকবে।” তার এই কথায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতি তার দৃঢ় অঙ্গীকার ফুটে উঠেছে।
এই সময়ে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, সদস্য সাইফুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা শহীদ পরিবারের সঙ্গে সময় কাটান, তাদের কথা শোনেন এবং ঈদের শুভেচ্ছা জানান। এই আয়োজন শুধু শুভেচ্ছা বিনিময়েই সীমাবদ্ধ ছিল না, এটি ছিল শহীদদের প্রতি সম্মান আর তাদের পরিবারের প্রতি সংহতির একটি প্রকাশ।
নাসিরুদ্দিন পাটোয়ারী শহীদ পরিবারের সদস্যের সঙ্গে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, “আপনাদের ত্যাগের কারণেই আমরা আজ এখানে দাঁড়িয়ে। আমরা কখনো ভুলব না আপনাদের অবদান।”
তিনি আরও জানান, তার দল শহীদ পরিবারগুলোর পাশে সবসময় থাকবে। তিনি উপহার হিসেবে খাদ্যসামগ্রী, কাপড়, আর নগদ টাকা দেন।