আ.লীগের পুনর্বাসনের পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের যে কোনো পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে। শনিবার (২২ মার্চ, ২০২৫) সন্ধ্যায় রাজধানীর বকশীবাজারে কারা কনভেনশন সেন্টারে লালবাগ থানা এনসিপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, “আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে নানা ষড়যন্ত্রের কথা আমরা শুনছি। আমি স্পষ্ট করে বলছি, এমন কোনো পরিকল্পনা সফল হতে দেওয়া হবে না।” তিনি জুলাই গণ-অভ্যুত্থানের কথা স্মরণ করে বলেন, “আওয়ামী লীগ জন্ম থেকেই ফ্যাসিস্ট। তারা গণহত্যার জন্য দায়ী। এমন দলকে আবার ক্ষমতায় ফিরতে দেওয়া মানে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।” তিনি আরও অভিযোগ করেন, ক্যান্টনমেন্ট বা ভারত থেকে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, যা তিনি কঠোরভাবে প্রতিহত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এই অনুষ্ঠানে নাহিদ আরও বলেন, “শুধু আওয়ামী লীগ নয়, ফ্যাসিবাদের যত দোসর ও সুবিধাভোগী রয়েছে, তাদেরও বিচারের আওতায় আনা হবে।” তিনি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগের প্রভাব এখনও রয়ে গেছে বলে দাবি করেন এবং এই “দোসরদের” বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, “বাংলাদেশে আরেকটি ১/১১ হতে দেওয়া হবে না। জনগণের রক্তে রাঙানো এই বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না।”
নাহিদ ইসলামের এই হুঁশিয়ারি এমন এক সময়ে এসেছে, যখন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে। তিনি জুলাইয়ের শহীদদের স্মরণ করে বলেন, “তাদের রক্ত বৃথা যেতে দেব না। আওয়ামী লীগের বিচার হবে, তারপর জনগণ ঠিক করবে তাদের ভাগ্য।” এই ঘোষণা কি বাংলাদেশের রাজনীতিতে নতুন সংঘাতের সূচনা করবে, নাকি এটি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন—এটাই এখন সবার প্রশ্ন।