বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫| সন্ধ্যা ৬:২৭

সোশ্যাল মিডিয়ায় সহজ হলো স্টোরি শেয়ার, মেটার নতুন ফিচার নিয়ে আসছে চমক

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ১৬, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ণ
সোশ্যাল মিডিয়ায় সহজ হলো স্টোরি শেয়ার, মেটার নতুন ফিচার নিয়ে আসছে চমক

সোশ্যাল মিডিয়ায় সহজ হলো স্টোরি শেয়ার, মেটার নতুন ফিচার নিয়ে আসছে চমক

বর্তমান সময়ে ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপ আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। দিনভর স্টোরি, রিল ও পোস্টে আমরা নিজের ভাবনা, অনুভূতি ও জীবনের মুহূর্তগুলো ভাগ করে নিই এইসব প্ল্যাটফর্মে। আর এই অভ্যাসকে আরও সহজ ও স্মার্ট করতে মেটা নিয়ে এসেছে নতুন সুবিধা—ক্রস পোস্টিং ফিচার।

নতুন এই ফিচারের মাধ্যমে এখন থেকে ইন্সটাগ্রামে স্টোরি পোস্ট করলেই তা স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে প্রকাশিত হবে। ব্যবহারকারীকে আর আলাদা করে হোয়াটসঅ্যাপে গিয়ে স্টোরি আপলোড করতে হবে না। এটি বিশেষ করে তাদের জন্য উপকারী, যারা প্রতিদিন আলাদা আলাদা অ্যাপে স্টোরি পোস্ট করতে বিরক্ত বোধ করেন, অথবা যারা চান ইন্সটাগ্রামের কনটেন্ট সহজেই ফ্যামিলি ও বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে।

মেটা জানিয়েছে, এই ফিচার আপাতত পরীক্ষামূলকভাবে কিছু ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। তবে খুব শিগগিরই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে। ফিচারটি চালু করতে ইন্সটাগ্রামে গিয়ে প্রোফাইল > Settings > Account Center বা Sharing & Crossposting অপশনে গিয়ে WhatsApp-কে যুক্ত করতে হবে। এরপর “Auto Share Your Story to WhatsApp” অপশনটি চালু করলেই একবার স্টোরি পোস্ট করলে তা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও দেখাবে।

শুধু ইন্সটাগ্রাম নয়, হোয়াটসঅ্যাপ থেকেও এবার ফেসবুকে সরাসরি স্টোরি শেয়ার করা যাবে। WhatsApp অ্যাপের Settings > Privacy > Status সেকশনে গিয়ে “Share My Status to Facebook” অপশন চালু করলেই আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকেও চলে যাবে।

এই ফিচার এখন বেটা টেস্টিং পর্যায়ে রয়েছে। ব্যবহারকারীদের প্রতিক্রিয়া ও মতামতের ভিত্তিতে খুব শিগগিরই বিশ্বব্যাপী এই ফিচার চালু করবে মেটা। সোশ্যাল মিডিয়ায় যারা নিয়মিত অ্যাকটিভ, তাদের জন্য এই ফিচার হতে যাচ্ছে সময় ও পরিশ্রম বাঁচানোর চমৎকার একটি উপায়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি