নিকুঞ্জ ও খিলক্ষেত এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
তিতাস গ্যাস কোম্পানি জানিয়েছে যে, পাইপলাইন অপসারণ কাজের জন্য বৃহস্পতিবার (২৭ মার্চ) ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এমআরটি লাইন-১ এর জন্য ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইন অপসারণের কাজ চলাকালীন নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, খিলক্ষেত, কনকর্ড সিটি (নদীর পাড় পর্যন্ত), নামাপাড়া এবং আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাজটি চলবে ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তাছাড়া, ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।
মন্তব্য করুন