মায়ামিতে মেসি-জোকোভিচের সাক্ষাৎ, প্রশংসায় টেনিস তারকা
ফুটবল ইতিহাসের সর্বাধিক ট্রফি বিজয়ী লিওনেল মেসি এবং টেনিস ইতিহাসের সর্বাধিক গ্র্যান্ডস্ল্যাম জয়ী নোভাক জোকোভিচ একসঙ্গে দেখা করলেন মায়ামিতে। তবে মেসি খেলতে নয়, এসেছিলেন জোকোভিচের ম্যাচ দেখতে।
মেসির সামনে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা। মাত্র ৬৯ মিনিটে গ্রিগর দিমিত্রোভকে ৬-২, ৬-৩ সেটে হারিয়ে মায়ামি ওপেনের ফাইনালে পৌঁছান তিনি।
ম্যাচের পর মেসিকে নিয়ে মুগ্ধতার কথা জানিয়ে জোকোভিচ বলেন, “তার সামনে খেলতে পারা আমার জন্য সম্মানের। সে তার ছেলে ও পরিবারকে সঙ্গে নিয়ে এসেছিল, আমি সত্যিই কৃতজ্ঞ। গত ২০ বছর ধরে খেলার দুনিয়ায় তার প্রভাব অসাধারণ।”
পরবর্তীতে মেসি ও জোকোভিচ জার্সি বিনিময় করেন। মজার বিষয়, মেসির ছেলের কাছ থেকে ১০-এর মধ্যে ৮ পেয়ে খানিক চাপে থাকার কথাও জানান জোকোভিচ।
মন্তব্য করুন