‘একে বনাম আরকে’: আলিয়া ভাটের পোস্টার ঘিরে রহস্যের পর্দা উঠল
বলিউড তারকা আলিয়া ভাট সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তিনি এক বিশাল পোস্টার হাতে দাঁড়িয়ে আছেন। পোস্টারে আমির খান ও রণবীর কাপুরের ছবি এবং নিচে বড় হরফে লেখা ছিল ‘একে বনাম আরকে’। এটি দেখে অনেকেই ভেবেছিলেন নতুন সিনেমা বা মিউজিক ভিডিওর ঘোষণা আসতে যাচ্ছে।
অবশেষে ১২ মার্চ সেই রহস্যের সমাধান হয়। জানা যায়, এটি কোনো সিনেমা নয়, বরং জনপ্রিয় ফ্যান্টাসি ক্রিকেট প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেনের মজার বিজ্ঞাপন।
বিজ্ঞাপনের কাহিনি:
ভিডিওতে দেখা যায়, ক্রিকেটার ঋষভ পান্ত আমির খানের সঙ্গে ছবি তুলতে চান। কিন্তু পরে জানান, তিনি আসলে রণবীর কাপুরের সঙ্গে ছবি তুলতে চান! এতে আমির মজার ছলে বলেন, ‘শুধু ছবি কেন, চাইলে ও তোমাকে চুমুও দিয়ে দেবে!’
এরপর আমির ভুল করে রণবীর কাপুরকে ‘রণবীর সিং’ বলে ফেলেন। এতে রণবীর ক্ষুব্ধ হয়ে বলেন, ‘আমি কীভাবে সিং হলাম? এবার আমিও যদি ওনাকে সালমান বলি?’ আমির হাসতে হাসতে বলেন, ‘সালমান বলো ঠিক আছে, কিন্তু দয়া করে আরবাজ বলো না!’ তখন পেছন থেকে আরবাজ খান বলে ওঠেন, ‘সোহেল বললেই পারতে!’
এখানেই শেষ নয়! রণবীর রাগ করে ওয়াশরুমে গিয়ে বলেন, ‘উনি আমাকে হিংসা করেন! উনি শুধু খান, আর আমি খানদান!’ পাশে থাকা জ্যাকি শ্রফ তখন বলেন, ‘বিরু, টিসু দাও… ইস্যু দিও না!’
শেষে আমির খান বলেন, ‘এখনকার প্রজন্মের তারকাদের ইগো বক্স অফিস কালেকশনের থেকেও বড়!’ এতে রণবীর তৎক্ষণাৎ চিৎকার করে বলেন, ‘আমি শুনতে পাচ্ছি, কালা নই!’
এরপর শুরু হয় আমির ও রণবীরের ক্রিকেট লড়াই। আমির তার দলে নেন ঋষভ পান্তকে, আর রণবীর দলে নেন রোহিত শর্মাকে।
নেটিজেনদের প্রতিক্রিয়া:
এই ২ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওটি অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই লিখেছেন, ‘অসাধারণ লাগল!’ কেউ বলেছেন, ‘আন্দাজ আপনা আপনা-র মতো লাগল!’ আবার কেউ মজা করে লিখেছেন, ‘আজকাল ক্রিকেটাররাও দারুণ অভিনয় করেন!’