ঈদযাত্রা: অনলাইনে চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি
ঈদুল আজহা সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে পুরোদমে। ঈদযাত্রার চতুর্থ দিনের (৩ জুন) টিকিট আজ শনিবার থেকে বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এবারের ঈদে টিকিট সংগ্রহে যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা এড়াতে সব টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে, আর পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। ঈদের আগে বিভিন্ন দিনের টিকিট নির্দিষ্ট তারিখে পর্যায়ক্রমে বিক্রি হচ্ছে। ৩১ মে’র টিকিট বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে, ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগে সাত দিনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি হচ্ছে এবং এসব টিকিট ফেরত দেওয়া যাবে না। প্রতিটি জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন।
চলতি ঈদ মৌসুমে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা ৩৩ হাজার ৩১৫টি। যাত্রীদের অনলাইনে টিকিট কাটার সময় ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনে চাপ সামলাতে প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।