চীনে যাচ্ছে বাংলাদেশের আম, প্রথম চালান ২৮ মে রপ্তানি
চীন সরকারের আগ্রহে বাংলাদেশের আম এবার প্রথমবারের মতো সে দেশে রপ্তানি হতে যাচ্ছে। আগামী ২৮ মে আনুষ্ঠানিকভাবে প্রায় ৫০ টন আমের প্রথম চালান চীনের উদ্দেশে রওনা দেবে। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া।
বুধবারের ব্রিফিংয়ে তিনি বলেন, “চীনে আম রপ্তানির মধ্য দিয়ে কৃষিপণ্য রপ্তানিতে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এটি বাংলাদেশের কৃষিতে একটি বড় অর্জন।” তিনি জানান, ভবিষ্যতে রপ্তানির পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ চলবে।
কৃষি সচিব আরও জানান, আম ছাড়াও কাঁঠাল ও অন্যান্য দেশীয় ফল বিদেশে রপ্তানির লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে। চীনসহ অন্যান্য বাজারে প্রবেশ নিশ্চিত করতে কৃষকদের প্রশিক্ষণ, সহায়তা ও বিভিন্ন প্রকল্পের আওতায় প্রণোদনা দেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় কৃষি উৎপাদন ব্যবস্থাকে আরও টেকসই ও আধুনিক করতে নেওয়া হচ্ছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মাহমুদুর রহমান। তারা জানান, এই রপ্তানির উদ্যোগ বাংলাদেশের কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং বিদেশে বাংলাদেশের কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।