সমাজে ভালো গুণের দুর্ভিক্ষ চলছে: শায়খ আহমাদুল্লাহ
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে যশোর পুলেরহাটে আদ-দীন ফাউন্ডেশনের আয়োজনে তাফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় দিনে বক্তব্য প্রদানকালে শায়খ আহমাদুল্লাহ বলেন, “বর্তমান সমাজে ভালো গুণের দুর্ভিক্ষ চলছে।” তিনি অভিযোগ করেন, কিছু গোষ্ঠী গোপনে পশ্চিমা সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং ইসলামের কৃষ্টি ও সংস্কৃতিকে বিলুপ্ত করার ষড়যন্ত্রে লিপ্ত।
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে কোরআনের শিক্ষা গ্রহণ, প্রচার ও বাস্তবায়ন অত্যন্ত জরুরি। কোরআনের শিক্ষার মাধ্যমে আমরা পশ্চিমা সংস্কৃতির ষড়যন্ত্র মোকাবিলা করতে পারব।” তিনি শব্দ সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়ে বলেন, “থার্টি ফার্স্ট নাইটের নামে তরুণ সমাজের ভিনদেশি সংস্কৃতির প্রতি আকর্ষণ আমাদের জন্য অশুভ সংকেত।”
ধর্ম, রাজনীতি বা বিনোদনের নামে শব্দ সন্ত্রাসকে সভ্য সমাজের কাজ হিসেবে আখ্যায়িত না করে শায়খ আহমাদুল্লাহ বলেন, “ভিনদেশি অপসংস্কৃতির অনুপ্রবেশ বন্ধে সবাইকে সচেতন হতে হবে।”
এছাড়া, একই মাহফিলে বক্তৃতা দিতে গিয়ে মিজানুর রহমান আজহারী মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “মানবসম্পদ একটি দেশের সবচেয়ে শক্তিশালী সম্পদ। প্রাকৃতিক সম্পদ বা খনিজ সম্পদের চেয়ে মানবসম্পদই সবচেয়ে দামি। আমাদের শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করে রেমিটেন্সের প্রবাহ বাড়াতে হবে।”
আজহারী আরও বলেন, “যদি আমরা মানবসম্পদের সঠিক ব্যবহার করতে পারি, তাহলে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। আমরা হাফেজ, ক্রিকেটার, তৈরি পোশাক শিল্পসহ অনেক কিছুতেই সেরা। আমাদের দক্ষ শ্রমিক প্রেরণ করতে হবে, যাতে রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনীতি সচল থাকে।”