সোমবার, ১০ই মার্চ, ২০২৫| সন্ধ্যা ৬:৩১

জামায়াতের আমিরের সঙ্গে জামায়াতের আমিরেহাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ
জামায়াতের আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জামায়াতের আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে যান পাকিস্তানের হাইকমিশনার ও তার প্রতিনিধিদল। সেখানে তারা জামায়াত নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে জানানো হয়েছে।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের দায়িত্বশীল মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করা হয়।

এই বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ ও পলিটিক্যাল কাউন্সেলর কামরান ধাংগল। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ.টি.এম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ