শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫| রাত ৮:২৩

ভারতে অনলাইন ব্যাংকিং জালিয়াতি রোধে কড়া পদক্ষেপ নিল আরবিআই

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ১২:০৮ অপরাহ্ণ
ভারতে অনলাইন ব্যাংকিং জালিয়াতি রোধে কড়া পদক্ষেপ নিল আরবিআই

ভারতে অনলাইন ব্যাংকিং জালিয়াতি রোধে কড়া পদক্ষেপ নিল আরবিআই

ভারতে দ্রুত বৃদ্ধি পাওয়া অনলাইন আর্থিক জালিয়াতি প্রতিরোধে কড়া ব্যবস্থা গ্রহণ করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (RBI)। সমস্ত ব্যাংককে নতুন ডোমেইন ‘.bank.in’ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে, যা আগামী এপ্রিল থেকে কার্যকর হবে। এর ফলে গ্রাহকরা সহজেই বৈধ ও ভুয়া ব্যাংক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য করতে পারবেন।

গত শুক্রবার ‘মানিটারি পলিসি কমিটি’র বৈঠকে এ সিদ্ধান্তের ঘোষণা দেন সদ্য দায়িত্বপ্রাপ্ত গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি জানান, সাইবার নিরাপত্তা আরও জোরদার করা জরুরি হয়ে উঠেছে, কারণ ক্রমবর্ধমান অনলাইন প্রতারণার ফলে গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই সমস্ত ব্যাংকের ওয়েবসাইটের ঠিকানার শেষে ‘.bank.in’ রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়াও, নন-ব্যাংকিং আর্থিক সংস্থাগুলোর জন্য নতুন ডোমেইন ‘.fin.in’ চালু করা হয়েছে। এই সংস্থাগুলোকেও তাদের ওয়েবসাইটের শেষে ‘.fin.in’ ব্যবহার করতে হবে।

এদিকে, বাজেট পর্ব শেষ হওয়ার পর রিজার্ভ ব্যাংক নতুন রেপো রেট ঘোষণা করেছে। ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে সুদের হার ৬.৫ শতাংশ থেকে ৬.২৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। উল্লেখ্য, গত দুই বছর রেপো রেট অপরিবর্তিত ছিল এবং শেষবার ২০২০ সালে সুদের হার কমানো হয়েছিল। এবার দীর্ঘ সময় পর পুনরায় সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল আরবিআই।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি